নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ মে:
রাজ্যে বেহাল শিক্ষার স্বাস্থ্য এবং আইনশৃঙ্খলার পরিণতিতে মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করে মঙ্গলবার বিকেলে রাজধানী আগরতলায় বিক্ষোভ মিছিল সংঘটিত করল বাম ছাত্র যুব সংগঠনগুলি।
এদিন বাম ছাত্র যুব ভবনের সামনে থেকে এক বিক্ষোভ শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে কর্নেল চৌমুহনী এলাকায় এসে মিলিত হয়। সেখানে এক পথসভা অনুষ্ঠিত হয়। এদিনের এই বিক্ষোভে উপস্থিত ছিলেন ডি ওয়াই এফ আই রাজ্য সভাপতি পলাশ ভৌমিক, রাজ্যসম্পাদক নবারুণদেব সহ বাম ছাত্র সংগঠনগুলির সমর্থকেরা।
এদিনের বিক্ষোভ মিছিলে বাম ছাত্র সংগঠনের নেতৃত্বরা বর্তমান সরকারের বিরুদ্ধে একরাশ অভিযোগ তুলে ধরেন। তারা বলেন বর্তমান সরকার মেধা বিনষ্ট করছে, নিয়োগ বন্ধ করে দিয়েছে, নতুন প্রজন্মকে নেশায় ডুবিয়ে দেওয়ার ভয়ংকর ষড়যন্ত্র করছে এই সরকার। তাই সমস্ত দায়ের স্বীকার করে মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করেন তারা।
এদিনের এই বিক্ষোভ মিছিল সম্পর্কে বিস্তারিত বলতে গিয়ে পলাশ ভৌমিক বলেন, গোটা রাজ্যজুড়ে চরম অরাজগতার সৃষ্টি হয়েছে। রাজ্য কর্মসংস্থান নেই, আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে। জনগণের উন্নয়নে স্বাস্থ্য, শিক্ষা সবই বেহাল অবস্থায়। এর বিরুদ্ধে বাম ছাত্র সংগঠন গুলি রুখে দাঁড়াবে। এদিন বিদ্যাজ্যোতি বিদ্যালয়গুলির বেহাল দশার কথা উল্লেখ করেন নেতৃত্বরা।