ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। বৃষ্টি বিঘ্নিত ম্যাচ। ডিএলএস পদ্ধতিতে খেলার ফয়সালা হয়েছে। ১৫ রানে জয় পেয়েছে হেনরি ডিরোজিও একাডেমী। হারিয়েছে শ্রী শ্রী রবি শংকর বিদ্যামন্দির কে। খেলা ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশন আয়োজিত সদর আন্তঃ স্কুল টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের ম্যাচ। মাঝপথে বৃষ্টিতে খেলা থেমে যাওয়ায় জয় পরাজয় নির্ণয় করতে হয়েছে ডিএলএস পদ্ধতির মাধ্যমে। নরসিংগড়ের পঞ্চায়েত গ্রাউন্ডে দুপুর একটায় ম্যাচ শুরুতে টস জিতে শ্রী শ্রী রবি শংকর বিদ্যামন্দির প্রথমে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয়। সীমিত ২০ ওভার শেষ হওয়ার এক বল বাকি থাকতে শ্রী শ্রী রবি শংকর বিদ্যামন্দির ১০২ রানে ইনিংস শেষ করে। দলের পক্ষে বিনীত দাসের ১৯ রান এবং নীলেশ দাসের ১৫ রান উল্লেখ করার মতো। হেনরি ডিরোজিও একাডেমির গৌরব দেবনাথ ১৭ রানে চারটি উইকেট তুলে নেয়। এছাড়া, সোম্রাংশু পাল ও শাহীন জামান চৌধুরী দুটি করে উইকেট পেয়েছে। জবাবে হেনরি ডিরোজিও একাডেমি ব্যাট করতে নেমে ৬ ওভার খেলে কোনও উইকেট না হারিয়ে ৪৭ রান সংগ্রহ করতেই বৃষ্টিতে ম্যাচ থেমে যায়। পরবর্তী নির্ধারিত সময়ে পুনরায় ম্যাচ এগিয়ে নেওয়ার সুবিধা হয়নি। হিসেব অনুযায়ী ডি এল এস পদ্ধতিতে হেনরি ডিরোজিও একাডেমির সামনে ৩২ রানের টার্গেট দেওয়া হলে, স্বাভাবিকভাবেই তারা ১৫ রানে জয় ছিনিয়ে নেয়। বিজয়ী হেনরি ডিরোজিও একাডেমির রাজদীপ দেবনাথ দুর্দান্ত ৩৮ রান সংগ্রহ করে অপরাজিত থাকে। রাজদীপ ২১ বল খেলে পাঁচটি বাউন্ডারি ও দুটি ওভার বাউন্ডারি হাঁকিয়ে ৩৮ রান পায়। দুর্দান্ত বোলিংয়ের স্বীকৃতি হিসেবে হেনরি ডিরোজিও একাডেমির গৌরব দেবনাথ প্লেয়ার অফ দ্যা ম্যাচের খেতাব পেয়েছে।
2024-05-19