নয়াদিল্লি, ১৮ মে (হি.স.): হরিয়ানার নুহতে বাসে আগুন লেগে প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। আহতদের দ্রুত সুস্থতার কামনা করেছেন তিনি। শনিবার ভোররাতে হরিয়ানার নুহ জেলার তাউরুর কাছে একটি চলন্ত বাসে আগুন লাগে। অগ্নিকান্ডে মৃত্যু হয়েছে ৯ জনের, এখনও পর্যন্ত আহতের সংখ্যা ১৫-র বেশি।
এই অগ্নিকান্ডে গভীর শোকপ্রকাশ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। পাশাপাশি আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন তিনি। পুলিশ সূত্রের খবর, ওই বাসে যাত্রী সংখ্যা ছিল ৬০-এর বেশি। বাসটিতে করে তীর্থ যাত্রা সেরে মথুরা এবং বৃন্দাবন থেকে ফিরছিলেন যাত্রীরা। সকলেই পঞ্জাবের হোশিয়ারপুর এবং লুধিয়ানার বাসিন্দা।