আগরতলা, ১৬ মে : স্ত্রী ও সন্তানের হাতে খুন হলেন এক হতভাগা পিতা। ওই ঘটনায় লেফুঙ্গা থানার অন্তর্গত দমদমিয়া এলাকায় তীব্র চাঞ্চল্য ছাড়িয়েছে। পরিবারের সদ্যসের দাবি, বাইকের কিস্তির টাকা দিতে না পারায় খুন করা হয়েছে ওই ব্যক্তিকে। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছে লেফুঙ্গা থানার ওসি সহদেব দাস, লেম্বুছড়া ফাঁড়ির ওসি মৃণাল পাল, বিশাল পুলিশ বাহিনী, ফরেনসিক টিম, ফিঙ্গার প্রিন্ট টিম সহ ডগ স্কোয়ার্ড। ওই ঘটনায় পুলিশ অভিযুক্ত মা ও ছেলেকে গ্রেফতার করে থানায় নিয়ে গিয়েছে।
ঘটনার বিবরণে মৃতের ভাই দিলীপ বিশ্বাস জানিয়েছেন, লেফুঙ্গা থানার অন্তর্গত দমদমিয়া এলাকার বাসিন্দা হরিবল বিশ্বাসের(৪৩) মৃত্যু হয়েছে। আজ সকালে নিজ বাড়ির উঠানে রক্তাক্ত অবস্থায় তাঁর মৃতদেহ পেয়েছেন পায় স্থানীয়রা। সাথে সাথে তাঁরা লেফুঙ্গা থানার খবর পাঠিয়েছেন । ঘটনাস্থলে ছুটে গিয়ে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে। এদিকে, ফরেনসিক টিম, ফিঙ্গার প্রিন্ট টিম সহ ডগ স্কোয়ার্ড ঘটনাস্থলে ছুটে গিয়ে তদন্ত শুরু করেছে।
মৃত হরিবল বিশ্বাসের পিতা অনাথ বিশ্বাস সহ এলাকাবাসী অভিযোগ করেন, হরিবোল বিশ্বাসের স্ত্রী এবং তার সন্তান সুমন বিশ্বাস তাঁকে খুন করে। পরবর্তী সময়ে বাড়ি থেকে তাঁরা পালিয়ে গিয়েছে। আগের থেকেই এই বাড়িতে একা হরিবল বিশ্বাস বসবাস করতেন এবং তাঁর বিশ্বাসের স্ত্রী অল্পনা বিশ্বাস আগরতলায় ভাড়া থাকতেন। মাস দুইয়েক আগে হরিবল বিশ্বাসের বাড়িতে আসেন তাঁর স্ত্রী। এরপর থেকে বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে ঝগড়া লেগে থাকত। গতকাল রাতে ছেলের বাইকের কিস্তির টাকা দিতে না পারায় স্ত্রী ও সন্তান মাইল বাবাকে খুন করেছেন।
এ বিষয়ে লেম্বুছড়া পুলিশ ফাঁড়ির ওসি মৃণাল পাল বলেন, আজ সকালে নিজ বাড়ি থেকে হরিবল বিশ্বাসের রক্তাক্ত দেহ উদ্ধার হয়েছে। তাঁর শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ওই ঘটনায় মা ও ছেলেকে গ্রেফতার করে থানায় নিয়ে যাওয়া হয়েছে।