ডাবল ইঞ্জিন সরকারের শাসনকালে রাজ্যের মহিলারা নিরাপত্তাহীনতায় ভুগছেন : প্রদেশ মহিলা কংগ্রেস

আগরতলা, ১৪ মে: ডাবল ইঞ্জিন সরকারের শাসনকালে রাজ্যের মহিলারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। এরই প্রতিবাদে পশ্চিম মহিলা থানায় বিক্ষোভ প্রদর্শন করে ডেপুটেশন প্রদান করে ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেস।

ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেস সহসভানেত্রী রত্না সিংহা বলেন, রাজ্য জুড়ে বাড়ছে নারী ঘটিত অপরাধের সংখ্যা।  গত দুইদিন আগে আগরতলা বটতলা এলাকা থেকে এক গৃহধূকে অপহরণ করে গণধর্ষণ করেন দুই যুবক। একই সময় বাধারঘাট এলাকার নবম শ্রেণীতে পড়ুয়া এক নাবালিকা ছাত্রীকে এক যুবক অপহরন করে শ্লীলতাহানি করে। পাশাপাশি শরীরে সিগারেটের ছেঁকা দেয়। পরর্বতী সময়ে পশ্চিম মহিলা থানায় ওই দুই ঘটনার মামলা দায়ের করা হয়েছিল। কিন্তু  ৪৮ ঘণ্টা পরেও  অপরাধীদের গ্রেপ্তার করতে ব্যর্থ মহিলা থানার পুলিশ। 

এদিন তিনও আরও বলেন, ডাবল ইঞ্জিন সরকারের শাসনকালে রাজ্যের মহিলারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। এরই প্রতিবাদে সদর জেলা মহিলা কংগ্রেসের উদ্যোগে অপরাধীদের গ্রেপ্তারের দাবিতে পশ্চিম মহিলা থানায় ডেপুটেশন প্রদান করা হয়েছে।

এদিনের বিক্ষোভ কর্মসূচিতে উপস্তিত ছিলেন ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেস সহসভানেত্রী রত্না সিংহা, প্রদেশ মহিলা কংগ্রেসের সাধারন সম্পাদিকা শ্রেয়শী লস্কর, সদর জেলা মহিলা কংগ্রেস সভানেত্রী রূপা রায় দাস সহ অন্যান্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *