মান্ডি, ১৪ মে (হি. স.): মঙ্গলবার মনোয়ন জমা দেওয়ার আগে কংগ্রেসকে কটাক্ষ করলেন বিজেপি প্রার্থী কঙ্গনা রানাওয়াত। তিনি এদিন হাত শিবিরকে নিশানা করে বলেন, কংগ্রেসের দেশবিরোধী মানসিকতা দেশের জন্য অত্যন্ত উদ্বেগের বিষয়। তিনি এদিন বলেন, আমার প্রতি মান্ডির মানুষের ভালোবাসা আমাকে এখানে নিয়ে এসেছে। আমাদের দেশের নারীরা এখন প্রতিটি ক্ষেত্রেই নিজেদের বলিষ্ঠ পদক্ষেপ নিচ্ছে। কয়েক বছর আগেও মান্ডিতে ভ্রূণহত্যার ঘটনা বেশি ছিল। আর এখন মান্ডির মহিলারা সেনাবাহিনীতে যোগ দিয়েছে। শিক্ষা ও রাজনীতিতেও ছাপ ফেলছে।
উল্লেখ্য, লোকসভা নির্বাচনের সপ্তম দফায় ১ জুন ভোট হবে হিমাচল প্রদেশের মান্ডি লোকসভা কেন্দ্রে। সেই কেন্দ্রে এবার ভারতীয় জনতা পার্টির প্রার্থী অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। তাঁর বিপক্ষে মান্ডি লোকসভা আসন থেকে রাজ্যের মন্ত্রী বিক্রমাদিত্য সিংকে প্রার্থী করেছে কংগ্রেস।