নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ১২ মে: ঊনকোটি জেলার জেলাসদর কৈলাসহরের মূল শহর থেকে দশ কিলোমিটার দূরে হীরাছড়া এডিসি ভিলেজের বেলটিলা এবং কাঁঠাল ছড়া গ্রামের রাস্তার বেহাল দশা। হীরাছড়া এডিসি ভিলেজের পাঁচ নম্বর ওয়ার্ডে বেলটিলা গ্রামটি অবস্থিত। এই গ্রামে পূর্ত দপ্তরের রাস্তা রয়েছে। তবে গ্রামে প্রবেশ এবং গ্রামের ভেতরের রাস্তার বেহাল দশায় অতিষ্ঠ গ্রামবাসীরা।
মেঠো পথ দিয়েই সকলের যাতায়াত করতে হয় গ্রামের ভেতরে। ফলে সামান্য বৃষ্টি হলে কাদার জন্য চলাচল এক প্রকার বন্ধ হয়ে পড়ে। কেউ যদি অসুস্থ চরম বিপাকে পড়তে হয় রোগীর পরিজনদের। গ্রামটি শহর থেকে অনেকটাই দূরে অবস্থিত হওয়ায় প্রায়শই গ্রামটিতে বিদ্যুৎ থাকে না। গ্রামবাসীদের অভিযোগ সপ্তাহে বেশিরভাগ দিনই বিদ্যুৎ চপলতার শিকার হতে হয় তাদের। এছাড়াও রয়েছে পানীয় জলের চরম সংকট।
সরকার এই প্রত্যন্ত গ্রামের উন্নয়নে নজর দিক, দাবি গ্রামবাসীদের। এলাকার রাস্তা, পানীয় জল, বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক হলে গ্রামবাসীরা স্বাভাবিকভাবে বসবাস করতে পারবেন। নতুবা জীবনের মৌলিক অধিকার জন্য গুলির জীবনের মৌলিক অধিকার গুলির জন্যও তাদের চরম অব্যবস্থাপনার সম্মুখীন হতে হবে। সরকার এই গ্রামের উন্নয়নে ব্যবস্থা গ্রহণ করুক, তবেই খুশি গ্রামবাসীরা।