নিজস্ব প্রতিনিধি, আমবাসা, ১০ মে: ড্রেইন সংস্কারের দাবিতে আমবাসা কমলপুর সড়ক অবরোধ করলেন স্থানীয় জনগণ। ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালে। এলাকাবাসীর অভিযোগ স্থানীয় কুলাই ঘন্টাছড়া এলাকার সড়ক এবং ড্রেনগুলির খুবই খারাপ অবস্থা। ড্রেনের নোংরা জলের ফলে জনজীবন বিপর্যস্ত হয়েছে এলাকার। পানীয় জলের উৎসের পাশে গিয়ে পড়ছে ড্রেনে নোংরা জল। যার ফলে পানীয় জল খাবার অযোগ্য হয়ে উঠছে। দীর্ঘদিন ধরে স্থানীয় পঞ্চায়েত, ব্লক অফিসে বিষয়টি জানিয়েও কাজের কাজ কিছুই হচ্ছে না। বাধ্য হয়ে শুক্রবার সকালে রাস্তা অবরোধে সামিল হয়েছেন এলাকাবাসীরা।
এদিকে পথ অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে আমবাসা থানার পুলিশ। সড়ক অবরোধের ফলে, দুদিকে আটকে পড়ে বহু যানবাহন। ঘটনাস্থলে ছুটে যান আমবাসা ব্লকের অতিরিক্ত বিডিও। দীর্ঘ সময় পথ অবরোধের পর প্রশাসনের হস্তক্ষেপে অবরোধ মুক্ত হয় রাস্তা। যদিও নির্দিষ্ট সময়ের মধ্যে সমস্যা সমাধান না হলে পুনরায় আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয়রা। এদিকে এই রাস্তা অবরোধের ফলে, দুদিক থেকে প্রচুর যানবাহন আটকে পড়ে। সমস্যার সম্মুখীন হতে হয় সাধারণ নাগরিককে।