নয়াদিল্লি, ১০ মে (হি. স.): শুক্রবার সন্ধ্যা বা তারপরেই তিহার জেল থেকে বেরিয়ে আসতে পারেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। এমনই দাবি করেছে তাঁর দল আম আদমি পার্টির নেতৃত্ব। এদিন বিকেলেই দলনেতার মুক্তির জন্য আপের নেতৃত্ব এবং কর্মী-সমর্থকরা তিহার জেলের উদ্দেশে রওনা দিয়েছেন। দলীয় নেতৃত্বের কথায়, কেজরিওয়ালের জামিনে মুক্তি পেতে যদি দেরি হয়, তাহলে তাঁরা শনিবার সকাল পর্যন্ত জেলের বাইরে শুয়ে থাকবেন।
উল্লেখ্য, দেশের সর্বোচ্চ আদালত আপ সুপ্রিমোর অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেছে। লোকসভা ভোটের শেষ দফা ১ জুন পর্যন্ত জেলের বাইরে থাকবেন তিনি। ২ জুন তাঁকে আত্মসমর্পণ করতে হবে কারা কর্তৃপক্ষের কাছে।