গণ্ডাছড়া, ৯ মে: ৫ দফা দাবির ভিত্তিতে বৃহস্পতিবার গণ্ডাছড়া ডুমুর নগর সিডিপিও – এর নিকট স্মারক লিপি প্রদান করেছেন অঙ্গনওয়ারী কর্মী ও ওয়ার্কার্সরা। এদিন তারা এই দাবিগুলি পেশ করে অবিলম্বে সেগুলি পূরণ করার দাবি জানিয়েছেন। নতুবা বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুশিয়ারি দিয়েছেন অঙ্গণওয়ারী কর্মীরা।
স্মারক লিপিতে তাদের উল্লেখিত দাবি গুলি হল, প্রতি মাসে মাসে ফিডিং বিল প্রদান, পাঁচ মাস ধরে বকেয়া ফিডিং বিলের টাকা প্রদান করা, অঙ্গন ওয়ারী কর্মী এবং সহায়িকাদের ড্রেসের পরিবর্তে টাকা প্রদান, অঙ্গনওয়ারী সেন্টারে বিভিন্ন প্রয়োজনীয় জিনিস গুলি দীর্ঘ যাবৎ পাওয়া যায় নি। তাই প্রতিটি সেন্টারে জিনিস গুলি দিতে হবে। অঙ্গয়ারী সেন্টারে গ্যাস ৩(তিন)মাস যাবৎ বন্ধ হয়ে আছে। এই ৩(তিন) মাসের গ্যাসের টাকা প্রতি মাসে ১৫০০(পনেরোশ) টাকা করে ব্লেকে ক্রয় করতে হয়েছে, তাই এই টাকা গুলো বিলের মাধ্যমে প্রদান করা ইত্যাদি।
সিডিপিও অফিসার তাদের দাবিগুলি শুনে এই বিষয়ে ব্যবস্থা গ্রহনের আশ্বাস দিয়েছেন বলে জানা গেছে।