পক্ষপাতিত্বের অভিযোগ, বহরমপুরের আইসিকে সরিয়ে দিল নির্বাচন কমিশন

কলকাতা, ৯ মে, (হি.স.): ভোটের মাঝে আবার আইসি বদল। এবার বহরমপুরের আইসিকে সরিয়ে দিল জাতীয় নির্বাচন কমিশন। তাঁর বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ জানিয়েছিল কংগ্রেস। সেই অভিযোগের পরই সিদ্ধান্ত নিল কমিশন।

কমিশনের চিঠিতে বলা হয়েছে, রাজ্য নির্বাচন কমিশনের থেকে প্রাপ্ত ””মেমো””র ভিত্তিতেই বহরমপুরের আইসি-কে সরানো হল। তাঁকে অন্যত্র বদলির নির্দেশ দেওয়া হয়েছে। দ্রুত তাঁর পরিবর্তের নামও প্রস্তাব করার কথা বলা হয়েছে রাজ্যকে। তবে ভোটের কাজে তাঁকে ব্যবহার করা যাবে না বলে কোনও নির্দেশিকা দেয়নি কমিশন।

১৩ মে বহরমপুরে লোকসভা ভোট। তার আগে আইসির বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ করেছিলেন বহরমপুরের কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরি। তাঁর দাবি ছিল, কংগ্রেসের প্রচারে বাধা দিচ্ছেন ওই পুলিশ আধিকারিক। এবার তাঁকে সরাল কমিশন। এ প্রসঙ্গে বলে রাখা দরকার, মুর্শিদাবাদ রেঞ্জের ডিআইজি-কে সরিয়ে দিল কমিশন। ভোটের সঙ্গে যুক্ত নয় এমন কোনও পদে আইপিএস শ্রী মুকেশকে নিয়োগের নির্দেশ দিয়েছে তারা। মুর্শিদাবাদের ডিআইজির বিরুদ্ধে বার বার পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা কংগ্রেস প্রার্থী অধীররঞ্জন চৌধুরী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *