নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ৮ মে: বিদ্যালয়ের সীমানা দেওয়াকে কেন্দ্র করে ধুন্ধুমার কান্ড বিশালগড়ে। ঘটনাটি ঘটেছে বুধবার সকালে বিশালগড় আনন্দমার্গ স্কুল সংলগ্ন এলাকায়। ঘটনার বিবরনে জানা গেছে বিশালগড় আনন্দমার্গ বিদ্যালয় এর খেলার মাঠের বেড়া দেওয়া হয়েছিল। তখনই পার্শ্ববর্তী এলাকার এক মহিলা ঘর থেকে দা নিয়ে এসে ওই বেড়াকে কুপাতে থাকে। বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা ওই মহিলাকে বাধা দান করলে তিনি তাদেরকেও দা দিয়ে মারতে উদ্ধত হন। পরিস্থিতি একসময় ভয়াবহ আকার ধারণ করে। অভিযুক্ত মহিলার নাম গৌরী সাহা। ওই মহিলা একসময় রুদ্র রূপ ধারণ করে প্রত্যেককে দা দিয়ে কুপিয়ে মারার চেষ্টা করে। এমনকি প্রত্যেককে দেখে নেওয়ারও হুমকি দেন তিনি। বিদ্যালয়ের খেলার মাঠে বেড়া দেওয়া চলবে না, এমনই দাবি তার।
এ বিষয়ে বিদ্যালয়ের জনৈক শিক্ষক জানিয়েছেন, বিদ্যালয়ের খেলার মাঠটি তিনি দখল করার জন্যই খেলার মাঠের সীমানায় বেড়া দিতে বাধা দিচ্ছিলেন। উনার কথা স্কুল কর্তৃপক্ষ না মানায় তিনি দা এনে তাদের মারার চেষ্টা করেন। পরবর্তীতে বিদ্যালয়ের তরফ থেকে বিশালগড় থানায় অভিযোগ দায়ের করা হলে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। এদিকে ওই অভিযুক্ত মহিলা পাল্টা অভিযোগ করেছেন যে, স্কুল কর্তৃপক্ষ নাকি ওনার দেওয়াল ভেঙে ফেলেছে। তাই তিনি বাধা দিচ্ছিলেন। যার ফলে তাকে মারধর করে তার স্বর্ণালংকার নিয়ে গেছে স্কুল কর্তৃপক্ষ। এমনটাই অভিযোগ ওই অভিযুক্ত মহিলা। যদিও ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। পাশাপাশি মহিলার দা দিয়ে আক্রমণ করার ভিডিও ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। যার ফলে একপ্রকার স্পষ্ট হয়ে যাচ্ছে গোটা ঘটনাটি।