নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ৭ মে:
অনিয়মিত শ্রমিকের রহস্যজনক মৃত্যুর ঘটনায় তেলিয়ামুড়া মহকুমা চড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। মৃত শ্রমিকের নাম জয়ন্ত দেবনাথ (৩৮)।
জানা গেছে জয়ন্ত তেলিয়ামোড়া মহকুমা শাসকের কার্যালয়ে অনিয়মিত শ্রমিক হিসেবে গত বেশ কয়েক বছর ধরে কাজ করছিল। মঙ্গলবার দুপুর নাগাদ তেলিয়ামুড়া মহকুমা শাসকের কার্যালয়ের পাশেই একটি বাড়ি থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এলাকাবাসীরা মঙ্গলবার দুপুর নাগা জয়ন্তের মৃতদেহ দেখতে পায় ওই বাড়িতে।
তখনই তারা অগ্নি নির্বাপক দপ্তরকে খবর দিলে তেলিয়ামুড়া অগ্ননয় ব্যাপক দপ্তরের কর্মীরা এসে তাকে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে আসে। মৃতদেহ হাসপাতালে ময়নাতদন্তের জন্য রাখা হয়েছে। তবে কিভাবে তার মৃত্যু হয়েছে তা নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে তেলিয়ামুড়া থানার পুলিশ। পুলিশ ঘটনার তদন্ত অব্যাহত রেখেছে।