নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ৬ মে: সদ্যপ্রয়াত সাংবাদিক মানস ভট্যাচার্য্যের স্মরণে সোমবার রক্তদান শিবিরের আয়োজন করলো খোয়াই প্রেস ক্লাব ও ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের খোয়াই বিভাগীয় কমিটি। এদিন খোয়াই জেলা হাসপাতালের ব্লাড ব্যাঙ্কে আয়োজিত হয় রক্তদান শিবির। প্রয়াত সাংবাদিক মানস ভট্টাচার্য আয়োজক সংগঠন দুটোর সদস্য ছিলেন।
উল্লেখ্য, আকস্মিক হৃদরোগে আক্রান্ত হয়ে মাত্র ৪৩ বছর বয়সে জীবনদ্বীপ নিভে যায় মানস ভট্যাচার্য্যের। এদিনের রক্তদান শিবিরে আয়োজক সংগঠন দুটোর সদস্যরা ছাড়াও অন্যান্যদের মধ্যে অনেকেই রক্তদান করেন। রক্তদান শিবিরে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন খোয়াই প্রেস ক্লাবের সম্পাদক শুভঙ্কর দে, ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের খোয়াই বিভাগীয় কমিটির সভাপতি অসিত বরণ ঘোষ , খোয়াই জেলা হাসপাতালের মেডিকেল সুপার ডাঃ মৃদুল দাস ও জেলা হাসপাতালের ব্লাড ব্যাঙ্কের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ডাঃ অরিন্দম দেববর্মা প্রমুখ।
প্রেস ক্লাব ও ওয়ার্কিং জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের সদস্য সাংবাদিক সহ অন্যান্য রক্তদাতারা এদিন নিজেদের কয়েকফোঁটা রক্তদানের মধ্য দিয়ে প্রয়াত সহকর্মী সাংবাদিক মানস ভট্যাচার্য্যকে স্মরণ করতে পেরে নিজেরা উৎসাহিত ও অনুপ্রাণিত বলে অভিমত ব্যাক্ত করেন।রক্তদাতারা জানান যে, কোনরকম আনুষ্ঠানিকতার মধ্যে নিজেদের আবদ্ধ না রেখে এধরনের ব্যাতিক্রমী আয়োজনের মধ্য দিয়েই প্রয়াতের স্মৃতির প্রতি প্রকৃত শ্রদ্ধা নিবেদন করা যায়।যা একাধারে প্রয়াত সহকর্মীর প্রতি শ্রদ্ধা নিবেদন আবার অপরদিকে বৃহত্তর সমাজের প্রতি সামাজিক দায়বদ্ধতারও নজীর।জেলা হাসপাতালের মেডিকেল সুপার ও ব্লাড ব্যাঙ্কের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকও প্রয়াত সাংবাদিকের স্মরণে রক্তদান শিবিরের মতো সামাজিক কর্মসূচীর আয়োজন করায় আয়োজকদের অভিনন্দন জানান।