BRAKING NEWS

যখন ভোটবাক্স খুলবে, সর্ষেফুল দেখবেন বিজেপির নেতারা : অভিষেক বন্দ্যোপাধ্যায়

কৃষ্ণনগর, ৫ মে (হি.স.): যখন ভোটবাক্স খুলবে, সর্ষেফুল দেখবেন বিজেপির নেতারা। জোর দিয়ে বললেন তৃণমূল কংগ্রেস নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। লোকসভা ভোট দীর্ঘায়িত করা প্রসঙ্গে অভিষেক বলেছেন, “এত দিন ধরে ভোট করাচ্ছে। মানুষের কষ্ট বোঝেন না। এই গরমে কষ্ট দিচ্ছে। এদের জবাব দেব, কথা দিয়ে গেলাম। সর্বধর্ম সমন্বয়ের প্রার্থী মহুয়া মৈত্রকে বিপুল ভোটে জয়ী করার দায়িত্ব আপনাদের কাঁধে তুলে দিয়ে গেলাম।’’

তৃতীয় দফা ভোটের আগে শেষ রবিবারে কৃষ্ণনগরের কালীগঞ্জে তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্রের হয়ে প্রচার করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে দাঁড়িয়ে জানালেন, কেন মহুয়াকে ভোট দেওয়া উচিত কৃষ্ণনগরের ভোটারদের। তাঁর দাবি, মহুয়া প্রতিবাদ করেছিলেন, সংসদে কৃষ্ণনগরের মানুষদের অভিযোগ তুলে ধরেছিলেন বলেই তাঁর সাংসদ পদ খারিজ করেছে কেন্দ্রীয় সরকার। কোনও তদন্তও করা হয়নি। অথচ যাঁরা দেশের নিরাপত্তা প্রশ্নের মুখে ফেলে দেন, তাঁদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করে না মোদী সরকার।

অভিষেক বলেন, ‘‘বিজেপি ভোট কিনতে আপনাকে টাকা দিলে নিয়ে নেবেন। এটা আপনাদের টাকা। ৫০০ দিলে ২০০০ টাকা চাইবেন। এটা বাংলার মানুষের টাকা। নিয়ে নেবেন। ১০০ দিনের টাকা চেয়েছিলেন, সাড়া দেননি প্রধানমন্ত্রী। রাস্তা, আবাস, বিদ্যুৎ, বার্ধক্য ভাতার টাকা দেয়নি। যে লক্ষ্মীর ভান্ডার পান। তাতে বিজেপির অবদান নেই। যে ভাষা ওরা বোঝে, তাতেই জবাব দিন।’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *