রায়পুর, ৩ মে (হি. স.) : একটি আর্থিক তছরুপ মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ২০৫ কোটির সম্পত্তি বাজেয়াপ্ত করল। ছত্তিশগড়ের প্রাক্তন আইএএস অফিসার অনিল তুতেজা, রায়পুরের মেয়রের ভাই এবং অন্যদের সম্পত্তি মিলিয়ে মোট ২০৫ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।
জানা গেছে, বাজেয়াপ্ত হওয়া সম্পত্তির মধ্যে রয়েছে তুতেজার সাড়ে ১৫ কোটি টাকার ১৪টি সম্পত্তি, রায়পুরের মেয়র আইজাজ ধেবরের বড় ভাই আনোয়ার ধেবরের ১১৫টি সম্পত্তি, যার মূল্য ১১৬ কোটি টাকার বেশি। বিকাশ আগরওয়াল ওরফে সুব্বুর দেড় লক্ষ কোটি টাকার সম্পত্তি এবং অরবিন্দ সিংয়ের ১৩ কোটি টাকার ৩৩টি সম্পত্তি। সব মিলিয়ে মোট ২০৫ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।