ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। সাফল্য অর্জনকারী অ্যাথলেটদেরকে সংবর্ধনা জানানো হবে। মাস্টার স্পোর্টস উইং এর পক্ষ থেকে আগামী ২৮ এপ্রিল এক আরম্ভরপূর্ণ অনুষ্ঠানে সাফল্য অর্জনকারী এথলেটদের সংবর্ধনা জানানো হবে। উল্লেখ্য, গত ২৫ থেকে ৩০ মার্চ নেপালের পোখরা স্টেডিয়াম অনুষ্ঠিত নেপাল ইন্টারন্যাশনাল গেমস চ্যাম্পিয়নশিপে ভারতীয় দলের হয়ে ত্রিপুরার বেশ কয়েকজন অ্যাথলেট অংশ নিয়েছিলেন। তাদের থেকে অধিকাংশ এথলেটরা নিজ নিজ ইভেন্টে স্বর্ণপদক জয়ের মতো উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছেন। চেয়ারম্যান বিকে ডা: জ্যোতিশ্বর সেন এর পৌরহিত্যে আয়োজিত অনুষ্ঠানে এথলেটদের সংবর্ধনা জানানো হবে বলে সাধারণ সম্পাদক প্রিয় লাল সাহা আমন্ত্রণপত্রে সংশ্লিষ্ট সকলের উপস্থিতি কামনা করেছেন।
2024-04-24