নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ এপ্রিল: বিরোধীদের অভিযোগ খন্ডন করল প্রদেশ বিজেপি। সাংবাদিক সম্মেলনে প্রদেশ বিজেপির সভাপতি রাজিব ভট্টাচার্য বললেন শান্তিপূর্ণভাবেই ভোট সম্পন্ন হয়েছে পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে। বহু ভোট কেন্দ্রের সন্ধ্যার পরেও দীর্ঘ ভোটারদের লাইন লক্ষ্য করা গেছে।
বিরোধীদের প্রসঙ্গ টেনে এনে তিনি বলেন, বিরোধীদের হার নিশ্চিত। তাই তারা মানুষকে বিভ্রান্ত করতে এ ধরনের মন্তব্য করছেন। ইতিমধ্যেই নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে রাজ্য বিজেপি। ভোট দানের স্বতঃস্ফূর্তভাবে সাধারণ নাগরিকরা অংশগ্রহণ করায় জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন প্রদেশ বিজেপি সভাপতি রাজিব ভট্টাচার্য।