ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। ইন্টার ইউনিট ভলিবল চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয়েছে। শালবাগানে বর্ডার সিকিউরিটি ফোর্সের ৩৭ মাউন্টেড আরটি ব্রিগেড এর উদ্যোগে বেশ উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ১০টি রেজিমেন্ট এতে অংশ নিয়েছে। ফাইনাল ম্যাচে ২৪৬ ফিল্ড রেজিমেন্ট ৩-১ সেটে জয়ী হয়ে চ্যাম্পিয়ান খেতাব পেয়েছে। বিজিত ৩০৫ ফিল্ড রেজিমেন্ট রাজা রানার্স খেতাব পেয়েছে। উল্লেখ্য, চ্যাম্পিয়ন ২৪৬ ফিল্ড রেজিমেন্টের কোচের দায়িত্বে ছিলেন ভারতীয় ভলিবল টিমের প্রাক্তন কোচ চন্দন সেন। সীমান্ত রক্ষী বাহিনীর জওয়ানরা পেশাগত দায়িত্ব সামলে বিনোদনের লক্ষ্যে আয়োজিত এই ভলিবল চ্যাম্পিয়নশিপ সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় উদ্যোক্তারা ভূয়ষী প্রশংসিত হন। ২৪৬ ফিল্ড রেজিমেন্ট চ্যাম্পিয়ন খেতাব অর্জন করায় কোচ চন্দন অভিনন্দন সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানিয়েছেন।
2024-04-17

