BRAKING NEWS

জয়ের হ্যাটট্রিক সত্বেও শান্তিরবাজারকে টপকে রান রেটে উদয়পুর সেমিফাইনালে

শান্তিরবাজার-‌১৯৫

সাব্রুম-‌৫১

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।।গ্রুপ লীগের খেলা শেষ হয়েছে। দুর্দান্ত জয় শান্তির বাজারের।‌ হারালো সাব্রুম মহকুমা দলকে। আগের ম্যাচে উদয়পুরকেও হারিয়েছিল শান্তি বাজার। এত কিছুর পরও রান রেটের নিরিখে শান্তিরবাজারকে ছাপিয়ে উদয়পুর অনূর্ধ্ব ১৫ রাজ্য ক্রিকেট উদয়পুর সেমিফাইনালে পৌঁছেছে। জয়ের হ্যাটট্রিক সত্বেও রান রেটে পিছিয়ে থেকে ‘‌ডি’‌ গ্রুপে দ্বিতীয় স্থান পেয়েই সন্তুষ্ট থাকতে হলো শান্তিরবাজার মহকুমাকে। গ্রুপে ৪ ম্যাচ খেলে উদয়পুর, শান্তিরবাজার এবং বিলোনিয়া মহকুমা ৩ করে ম্যাচ জয়লাভ করে ১২ পয়েন্ট অর্জন করে। পরে রান রেটে শান্তিরবাজার (‌০.‌৭৭৩) এবং বিলোনিয়া (‌০.‌৭৫৭) কে পেছনে ফেলে শীর্ষ স্থান দখল করে সেমিফাইনালের ছাড়পত্র অর্জন করে নেয় উদয়পুর (‌১.‌৮৪৭) মহকুমা। রাজ্য ক্রিকেট সংস্থা আয়োজিত অনূর্ধ্ব-‌১৫ রাজ্য ক্রিকেটে। কে বি আই মাঠে বুধবার শান্তিরবাজার মহকুমা ১৪৪ রানের বড় ব্যবধানে পরাজিত করে সাব্রুম মহকুমাকে। শান্তিরবাজারের গড়া ১৯৫ রানের জবাবে সাব্রুম ৫১ রান করেত শ৭ম হয়। বিজয়ী দলের অঙ্কুর সেন শতরান করে।‌সকালে টসে জয়েলাভ করে প্রথমে ব্যাট করতে নেমে প্রাথমিক বিপর্যয় কাটিয়ে শান্তিরবাজার মহকুমা ১৯৫ রান করতে সক্ষম হয়। দলকে খাদের কিনারা থেকে কার্যত একা টেনে তুলে ওপেনার অঙ্কুর সেন। ব্যাট হাতে কার্যত বিপক্ষের বোলারদের শাসন করে অঙ্কুর। ডান হাতি ওই ব্যাটসম্যানটি পূর্ণ করে মরশুমে নিজের প্রথম শতরান। ৯৯ বল খেলে ১১ টি বাউন্ডারি ও ৪ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১০০ রান করে অঙ্কুর। এছাড়া দলের পক্ষে সৌরভ দেবনাথ ১৮ বল খেলে ৪ টি বাউন্ডারির সাহায্যে ১৯, প্রতীম রায় ৩২ বল খেলে ১ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১৬, প্রীতম দেবনাথ ৮ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ১৪, দিব্যোন্দু সরকার ১২ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ১৩ এবং কৌশিক রবি দাস ৮ বল খেলে ১ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১০ রান করে। সাব্রুমের পক্ষে সৈকত মালি ৩০ রানে ৩ টি, অর্পন দাস ২১ রানে,পার্থ দেবনাথ ২৭ রানে এবং সুরজ বনিক ৩২ রানে ২টি করে উইকেট দখল করে। জবাবে খেলতে নেমে শান্তিরবাজারের বোলারদের আটোসাটো বোলিংয়ে শুরু থেকেই উইকেট হারাতে থাকে সাব্রুম মহকুমা। শেষ পর্যন্ত ২৭ ওভার ব্যাট করে ৫১ রান করতে সক্ষম হয়। দল সর্বোচ্চ ২২ রান পায় অতিরিক্ত খাতে দলের কোনও ব্যাটসম্যান দুই অঙ্কের রানে পা রাখতে পারেনি। দলের পক্ষে ওপেনার সৈকত মালি সর্বোচ্চ ৮ রান করে ৪৯ বল খেলে। শান্তিরবাজারের পক্ষে দলনায়ক অমন দেবনাথ ৭ রানে ৩ টি,সৌরভ দেবনাথ ১০ রানে এবং তন্ময় দেবনাথ ১১ রানে ২ টি উইকেট দখল করে।  ‌

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *