নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ১৭ এপ্রিল: নাবালিকা অপহরণ কাণ্ডে পুলিশের ভূমিকায় ক্ষোভ উগরে দিলেন নাবালিকার পরিবারের সদস্যরা। দুই থানার মধ্যে কোন থানা এলাকায় ঘটনা তা ঠিক করতেই প্রায় দুদিন অতিক্রম করে দিল পুলিশ বাবুরা। এমনই অভিযোগ নাবালিকার পরিবারের এবং হিন্দু জাগরণ মঞ্চের।
উল্লেখ্য, গত ১১এপ্রিল সেকেরকোট বাজার থেকে চাম্পামুরা এলাকার এক নাবালিকা অপহরণ হয়।
নাবালিকার পরিবারের পক্ষ থেকে ১১ এপ্রিলই বিশালগড় মহিলা থানায় অভিযোগ দায়ের করেন। অবাক করার বিষয় হল মহিলা থানার পুলিশ কোনরকম ভূমিকা গ্রহণ করেননি। এদিকে নাবালিকাকে জোরপূর্বক অপহরণ করে তার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেন আগরতলা এলাকার এক বিবাহিত ব্যক্তি। নাবালিকা মেয়েটি কোন রকম ভাবে বুধবার সকালে পালিয়ে এসে পরিবারের কাছে সমস্ত বিষয় খুলে বলেনl
অন্যদিকে বিভিন্ন সংবাদ মাধ্যমে সংবাদ পরিবেশিত হওয়ার পর নাবালিকার পরিবারের পাশে দাঁড়ায় হিন্দু জাগরণ মঞ্চ। বুধবার নাবালিকাকে নিয়ে হিন্দু জাগরণ মঞ্চের সদস্যরা বিশালগড় মহিলা থানায় এসে ওসি শিউলি দাসের কাছে ঘটনার সঠিক খোঁজ খবর নেন। তবে এত দিনে পুলিশ একদিনও ওই নাবালিকার বাড়িতে গিয়ে তদন্ত করেনি বলে খবর।