আলিপুরদুয়ার, ১৫ এপ্রিল (হি. স.) : আলিপুরদুয়ারে হুডখোলা গাড়িতে নির্বাচনি প্রচারে করতে গিয়ে হঠাৎই অসুস্থ হয়ে পড়লেন মিঠুন চক্রবর্তী । মাঝরাস্তায় হুডখোলা গাড়ি থেকে নেমে নিজের গাড়িতে চাপেন অভিনেতা। সঙ্গে থাকা বিজেপি প্রার্থী মনোজ টিগ্গাও গরমে গাড়ি থেকে নেমে পড়েন। বাকি রাস্তা হেঁটে প্রচার করার পরে অসুস্থ হয়ে পড়েন মনোজও।
সোমবার দুপুরে প্রচণ্ড দাবদাহে অস্বস্তিকর আবহাওয়া ছিল আলিপুরদুয়ারের। এদিন বিজেপি প্রার্থী মনোজ টিগ্গার সমর্থনে আলিপুরদুয়ার ডিআরএম চৌপথি থেকে আলিপুরদুয়ার চৌপথি পর্যন্ত একটি রোড শো ছিল। প্রিয় নায়ককে দেখতে রাস্তার দু’ধারে ছিল উপচে পড়া ভিড়। রোড শোয়ে উপস্থিত ছিলেন মিঠুন চক্রবর্তী। হুডখোলা গাড়িতে মিঠুনের সঙ্গে ছিলেন মনোজও। মাধবমোড়ে আসতেই হঠাৎই অসুস্থ বোধ করায় গাড়ি থেকে নেমে পড়েন মিঠুন। এরপর নিজের বিলাসবহুল গাড়িতে চেপে তাঁর কনভয় আলিপুরদুয়ার চৌপথির দিকে রওনা হয়। এদিকে, মাধবমোড় থেকে গাড়ি থেকে নেমে পড়েছিলেন মনোজও। তিনি হেঁটে বাকি রাস্তা কর্মীদের সঙ্গে প্রচার সারেন। গন্তব্যস্থলে পৌঁছোনোর পর তিনিও অসুস্থ হয়ে পড়েন বলে খবর।