কলকাতা, ১৪ এপ্রিল (হি.স.) : কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও বিজেপি-র সর্বভারতীয় সভাপতি জে পি নড্ডা রবিবার এক্স হ্যান্ডলে বাংলা হরফে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন।
অমিতবাবু লিখেছেন, “পয়লা বৈশাখের এই শুভ মুহূর্তে পশ্চিমবঙ্গের সকল ভাই ও বোনেদের জানাই নববর্ষের আন্তরিক শুভেচ্ছা। এটি কেবল একটি নতুন বছরকে স্বাগত জানানোর উৎসব নয়, এটা বাঙালি সংস্কৃতির উদযাপনও বটে। এই নতুন বছর সকলের জন্য নিয়ে আসুক সুস্বাস্থ্য, সমৃদ্ধি এবং সুখের সম্ভার এবং বিকাশ ঘটুক আমাদের সাংস্কৃতিক নৈতিকতার।”
অন্যদিকে জেপি নড্ডা লিখেছেন, “পয়লা বৈশাখ উপলক্ষে আমার সকল বাংলার ভাই ও বোনেদের জানাই আন্তরিক শুভেচ্ছা। এই নববর্ষে হোক একটি নতুন ভোরের সূচনা। জীবন ভরে উঠুক সুখ, শান্তি, আশা এবং আনন্দে । ঈশ্বর আপনার পরিবারকে সাফল্য, সুখ এবং সমৃদ্ধি প্রদান করুক।”