BRAKING NEWS

সন্ত্রাস ছাড়া কিভাবে রাজনীতি ও নির্বাচন করা যায় তা দেখিয়েছে বিজেপি: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ এপ্রিল : সন্ত্রাস ছাড়া কিভাবে রাজনীতি ও নির্বাচন করা যায় তা দেখিয়েছে বিজেপি। ত্রিপুরাতে এটি ইতিহাস হয়ে থাকবে। বুধবার পশ্চিম ত্রিপুরা আসনের বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেবের সমর্থনে বিলোনিয়া মহকুমার রাজনগরে এক নির্বাচনী জনসভায় এমনটাই বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডঃ মানিক সাহা। এদিনের জনসভায় বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী কমিউনিস্টদের আক্রমণ করে বলেন, কমিউনিস্টদের আমলে এই জেলায় ৬৯ জন খুন হয়েছেন। এই জেলার মানুষ কখনো তাদের ক্ষমা করবে না। তিনি বলেন সন্ত্রাস ছাড়া কিভাবে রাজনীতি করতে হয় তা দেখিয়েছে বিজেপি। ত্রিপুরাতে এটি ইতিহাস হয়ে থাকবে। বিজেপি মানে সেবাই সংগঠন। মানুষের সেবা করাই এই দলের কাজ। সন্ত্রাস করা কমিউনিস্টদের কাজ।

তিনি আরো বলেন, মানুষ শান্তি চায়। শান্তিপূর্ণ পরিবেশে বসবাস করাই মানুষের একমাত্র লক্ষ্য। পরে রাজনীতি। কিন্তু কমিউনিস্টদের অত্যাচার থেকে রক্ষা পেতে মানুষ কংগ্রেস জোটকে ক্ষমতায় আনে। কিন্তু তখনও মানুষ কোন পরিবর্তন পায়। তারা ছিল কমিউনিক শাসনের কার্বন কপি। দেশের মানুষ ধরে নিয়েছিল হয়তো এভাবেই রাজত্ব করতে হয়। রাজনৈতিক শব্দটির পরিভাষা বদলে দিয়েছে বিরোধীরা। কিন্তু ২০১৪ সালে যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ক্ষমতায় আসেন তারপর থেকে রাজ্যের সহ দেশের মানুষ জানতে পেরেছে পরিবর্তন কাকে বলে। মানুষের স্বার্থে রাজনীতি করে দেখিয়েছেন প্রধানমন্ত্রীর নেতৃত্বে বিজেপি সরকার। এদিনের সভায় মুখ্যমন্ত্রী বলেন ২০১৪ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দায়িত্ব গ্রহণ করার পর থেকে দেশের সার্বিক উন্নয়ন সাধিত হয়েছে। রেল – বিমান –  সড়ক সব ক্ষেত্রেই একের পর এক উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী। আগামী লোকসভা নির্বাচনে পুনরায় নরেন্দ্র মোদির সরকার প্রতিষ্ঠা এবং রাজ্যের দুটি আসনে পদ্ম ফুল ফোটানোর আহ্বান করে মুখ্যমন্ত্রী । এদিনের মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন বিধায়িকা স্বপ্না মজুমদার সহ দক্ষিণ জেলার বিভিন্ন বিজেপি কার্যকর্তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *