কলকাতা, ১০ এপ্রিল (হি.স.) : উত্তর কলকাতার বিজেপি সভাপতি তমোঘ্ন ঘোষের বাড়িতে দুষ্কৃতী হামলা। ভোটের মুখে এই ঘটনায় রীতিমতো সরগরম রাজ্য রাজনীতি। হামলার পিছনে তৃণমূলের হাত রয়েছে বলে দাবি করা হয়েছে বিজেপির তরফে।
বিজেপি নেতা তমোঘ্ন ঘোষের দাবি, হামলাকারীদের লক্ষ্য আমিই ছিলাম। বাইকে চড়ে দুষ্কৃতীরা এসেছিল। সিসি ক্যামেরাটা ভাঙা হয়েছে। যাতে আমাকে ওখান দিয়ে ঢুকতে ও বের হতে গেলে, তার আর কোনও রেকর্ড না থাকে। এবং তাতে আমার উপর হামলা করতে সুবিধা হয়। ইজি টার্গেট। ফিরতে আমার অনেক রাত হচ্ছে। গাড়ি থেকে নেমে তখন একা ঢুকি। স্বাভাবিক অর্থে আমার উপর হামলা করার আদর্শ সময় তো সেটাই হতে পারে। সরাসরি লড়াই তৃণমূলের সঙ্গে বিজেপির এখানে। তাপস রায় জিতছে, সেটা তাঁরা বুঝতে পারছে। তাঁরা বুঝে এই সব কাণ্ডগুলি করছে। কী হবে ? তাতে ভয় পেয়ে সবাই পালিয়ে যাবে নাকি ? একদম চোখে চোখে রেখে তৃণমূলের সঙ্গে লড়াই হবে। তৃণমূলকে হারাবো এখানে।’
দুপুরে তিনি বলেন, “থানায় এসে এই তো বের হলাম। এমন কিছু করবো না যাতে মানুষের অসুবিধা হয়। এবং আমাদেরও সময় নষ্ট হয়।”
তমোঘ্ন ঘোষের সঙ্গে থানায় হাজির হন কলকাতা উত্তরের বিজেপি প্রার্থী তাপস রায়। বিজেপির উত্তর কলকাতা জেলা সভাপতির বাড়িতে হামলার ঘটনায় তাপস রায়ের প্রতিক্রিয়া,’ এটা অসভ্যতা। সিসিটিভি ভাঙার ফুটেজ আমরা জমা দিয়েছে। আশা করি চটজলদি তদন্ত করে এটা বার করা হবে।এটা কারা করল ? এর পিছনে কারণ কী ? তিন-চারদিন চেয়েছে পুলিশ। দেওয়া হয়েছে। ‘
প্রতিবাদে আমহার্স্ট স্ট্রিট থানার সামনে রাস্তায় বসে বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা। এর পাশাপাশি, পালটা তৃণমূল সমর্থকরা হাজির হন সেখানে। চলে স্লোগান পালটা স্লোগান। সব মিলিয়ে রীতিমতো উত্তপ্ত হয়ে উঠেছে পরিস্থিতি। পুলিশের বড় বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে যায়।

