আগরতলা, ৮ এপ্রিল : আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপির ১০০ শতাংশ ভোট নিশ্চিত করতে বুথ-স্তরের সমস্ত কর্মীদের একত্র হয়ে কাজ করতে হবে। আজ ১৫-কমলসাগর মন্ডলের উদ্যোগে আয়োজিত সংগঠনিক সভায় অংশগ্রহণ করে কর্মীদের উদ্দেশ্যে একথা বলেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য্য।
এদিন তিনি, নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করার জন্য ভারতীয় জনতা পার্টির বুথ-স্তরের সমস্ত কর্মীদের বাড়ি বাড়ি জনসম্পর্ক অভিযান করার আহ্বান জানিয়েছেন।
জানা গিয়েছে, প্রদেশ বিজেপি সভাপতি ভট্টাচার্য দলীয় কর্মীদের জানিয়েছেন সম্ভবত ১৭ এপ্রিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ত্রিপুরা সফরে আসবেন এবং এখানে স্বামী বিবেকানন্দ ময়দানে একটি বিশাল জনসভায় অংশগ্রহন করবেন। তিনি এই সমাবেশকে সফল করতে এবং তৃতীয় বার বিজেপি সরকার গঠনে করতে ইনচার্জদের প্রতি আহ্বান জানিয়েছেন।
এদিন তিনি কংগ্রেস এবং সিপিআইএম জোটকে ‘অনৈতিক’ বলেন। রাজ্যের জনগণ এই অশুভ জোটকে সমর্থন করবেন না। তিনি আরও যোগ করেছেন, , ভারতীয় জনতা পার্টিকে টানা তৃতীয় মেয়াদে বিজয় নিশ্চিত করার জন্য একটি ব্যাপক রোডম্যাপ তৈরি করা হয়েছে।