নয়াদিল্লি, ৮ এপ্রিল (হি. স.): পরমাণু বোমা বিস্ফোরণে দিল্লি বিমানবন্দর উড়িয়ে দেওয়ার হুমকির অভিযোগে দুই জনকে গ্রেফতার করা হয়েছে দিল্লি বিমানবন্দরে। হুমকি বার্তা পেতেই যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সোমবার পুলিশ সূত্রে বিষয়টি জানা গেছে।
জানা গেছে, দিল্লি বিমানবন্দরে বিমানে ওঠার আগে যাত্রীদের জিনিসপত্রে তল্লাশি চালানো হচ্ছিল। পরীক্ষা করে দেখা হচ্ছিল যাত্রীদেরও। সেই সময় দুই যাত্রী পারমাণবিক বোমা দিয়ে দিল্লি বিমানবন্দর উড়িয়ে দেওয়ার হুমকি দেন নিরাপত্তাকর্মীদের। এরপর বিমানবন্দরে হইচই পড়ে যায়।
পুলিশের তরফে জানানো হয়েছে, বিমানবন্দরে পারমাণবিক বোমা হামলার হুমকি দেওয়ার অভিযোগে দুই যাত্রীকেই গ্রেফতার করা হয়েছে। উল্লেখ্য, বোমা হামলার হুমকি পাওয়ার পর বাড়তি সতর্ক রয়েছে দিল্লি পুলিশ।