জম্মু, ৮ এপ্রিল (হি.স.): জম্মু ও কাশ্মীরের রামবানে ভূমিধসের কারণে অবরুদ্ধ হয়ে পড়ল জম্মু-শ্রীনগর জাতীয় সড়ক। সোমবার সকালে রামবানের খুনি নাল্লাহর কাছে ধস নামে, পাহাড় থেকে বিশালাকার পাথর গড়িয়ে আসে রাস্তায়। এরপর সমগ্র দেশের সঙ্গে ভূস্বর্গকে সংযোগকারী গুরুত্বপূর্ণ এই সড়কে যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়।
যানবাহন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় জাতীয় সড়কে দাঁড়িয়ে পড়ে অসংখ্য গাড়ি। এরপর রাস্তা থেকে পাথর সরানোর পর যানবাহন চলাচল স্বাভাবিক হয়। এই সময়ে ভোগান্তির শিকার হয়েছেন বহু মানুষ। যানবাহন চলাচল স্বাভাবিক হলেও, আপাতত সতর্ক থাকতে পরামর্শ দেওয়া হয়েছে।