BRAKING NEWS

ভোটারদের পরিচয়পত্রের ছবি বদল, তৃণমূলের বিরুদ্ধে কমিশনে নালিশ কংগ্রেসের

কলকাতা, ৮ এপ্রিল (হি.স.): মু্র্শিদাবাদে প্রযুক্তির মাধ্যমে ভোটারদের সচিত্র পরিচয়পত্রের ছবি বদল করছে তৃণমূল! অভিযোগ তুলে কমিশনে নালিশ জানাল কংগ্রেস। তাদের দাবি, মু্র্শিদাবাদের বেশ কিছু জায়গায় এ রকম হয়ে চলেছে।

কংগ্রেস সাংসদ অধীর চৌধুরীর ‘গড়’ বলে পরিচিত বহরমপুর লোকসভা কেন্দ্রে এই ধরনের ঘটনা বেশি দেখা গিয়েছে বলে অভিযোগ। মুখ্য নির্বাচনী আধিকারিককে সোমবার নালিশ জানিয়ে চিঠি দিয়েছে কংগ্রেস। তাতে দাবি করেছে, তৃণমূল নেতাদের একাংশ ভোটারদের থেকে সচিত্র পরিচয়পত্র, নথি সংগ্রহ করছেন। তার পর সেই পরিচয়পত্রের ছবি বদলে দিচ্ছেন। এ ভাবে আসলে নির্বাচনী আধিকারিক এবং কেন্দ্রীয় বাহিনীকে ‘প্রতারণা’-র চেষ্টা চলছে। এর ফলে আসন্ন নির্বাচন ‘প্রহসন’-এ পরিণত হতে পারে বলে জানিয়েছে কংগ্রেস।

তৃণমূল জানিয়েছে, হারের ভয়েই এ সব করছেন অধীর। পাল্টা কংগ্রেসকেই একহাত নিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *