পাচারকালে অবৈধ গবাদি পশু বোঝাই গাড়ি আটক

নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ৮ এপ্রিল: বেআইনিভাবে গাড়ি বোঝাই করে গরু পাচারের ঘটনা দিনের পর দিন বৃদ্ধি পেয়ে চলেছে। ঈদ উপলক্ষে পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশে এইসব গরু পাচার হচ্ছে বলে জানা গেছে। ঊনকোটি জেলার কৈলাসহর থানার পুলিশ কৈলাসহর ছনতৈল এলাকা থেকে গরু বোঝাই গাড়ি আটক করেছে। 

জানা যায়, কৈলাসহর থানার পুলিশের কাছে গোপন সূত্রে খবর আসে যে ফটিকরায়ের দিক থেকে একটি গাড়ি দিয়ে অবৈধভাবে গরু নিয়ে কৈলাসহরের দিকে প্রবেশ করছে। কৈলাসহর থানার এস আই দেবব্রত শীল অন্যান্য পুলিশ কর্মীদের সঙ্গে নিয়ে কৈলাসহর ছনতৈল এলাকায় গিয়ে উৎপেতে বসে থাকেন। গাড়িটিকে আটক করতে সক্ষম হন কৈলাসহর থানার এস আই দেবব্রত শীল।

পুলিশ দেখে গাড়ির চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যাবার চেষ্টা করলে পুলিশ তাকেও আটক করে। গরু বোঝাই গাড়ি সমেত  গাড়ির চালককে ঘটনাস্থল থেকে গ্রেফতার করে কৈলাসহর থানায় নিয়ে আসে পুলিশ। সেই গাড়ির চালকের নাম হারুন আলী। পিতার নাম ইউনুস আলী। বাড়ি ফটিকরায় বিধানসভা কেন্দ্রের অধীনে রাধানগর ৪ নং ওয়ার্ড এলাকায়। কৈলাসহর থানার পুলিশ হারুন আলীর বিরুদ্ধে একটি মামলা গ্রহণ করে।

হারুন আলি গাড়ি কিংবা তার কোন বৈধ কাগজ পুলিশকে দেখাতে পারেনি। হারুন আলিকে কৈলাসহর থানার পুলিশ তিন দিনের রিমান্ড চেয়ে কৈলাসহর দায়রা আদালতে প্রেরণ করে। তবে সেই গরুগুলি অবৈধভাবে পাচার করার উদ্দেশ্যে , নাকি চুরি করে সেই গরুগুলি এনেছিল তা এখনও জানা যায়নি।

পাশাপাশি ঘটনার সাথে আর কেউ জড়িত রয়েছে কিনা এই বিষয় নিয়ে তদন্ত শুরু করেছে কৈলাসহর থানার পুলিশ। সেই পাঁচটি গরুর মধ্যে একটি বাছুর রয়েছে বলেও কৈলাসহর থানা সূত্রে জানা যায়। এই মামলার তদন্তকারী পুলিশ অফিসার এসআই উজ্জ্বল চৌধুরী। উল্লেখ্য প্রায় সময়ই গাড়ি বোঝাই করে বেআইনিভাবে গরু নিয়ে যাওয়ার প্রবণতা বৃদ্ধি পাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *