আগরতলা, ৮ এপ্রিল: বিদ্যুৎস্পৃষ্ট হয়ে খয়েরপুর ৩৯নং বুথের পৃষ্ঠা প্রমুখের মর্মান্তিক মৃত্যু হয়েছে।খয়েরপুর এলাকায় ওই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে।
পরিবারের জনৈক সদস্য জানিয়েছেন,খয়েরপুর ৩৯নং বুথের পৃষ্ঠা প্রমুখ অমিত রুদ্র পাল(২৭) আজ সকালে স্নান করার জন্য মোটরে সুইচ দিতে গিয়েছিল। সেই সময় আচমকা বিদ্যুৎ পরিবাহী তারের সংস্পর্শে আসে। পরিবারের অন্যান্য সদস্যরা ঘটনাটি প্রত্যক্ষ করে চিৎকার চেঁচামেচি শুরু করলে স্হানীয় মানুষ জড়ো হয়েছে।সাথে সাথে তাঁকে উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে গিয়েছেন।সেখানের কর্তব্যরত চিকিৎসক অমৃতকে মৃত বলে ঘোষনা করেন। এদিকে, ঘটনার খবর পেয়ে জিবি হাসপাতালে ছুটে গিয়েছেন বিধায়ক রতন চক্রবর্তী।