সপা ও কংগ্রেসের একঝাঁক নেতা যোগ দিলেন বিজেপিতে, সস্ত্রীক পদ্মশিবিরে প্রাক্তন ডিজিপি

লখনউ, ৮ এপ্রিল (হি.স.): লোকসভা ভোটের আবহে ফের ভাঙন ধরল কংগ্রেসে, ফাটল ধরল সমাজবাদী পার্টিতেও। কংগ্রেস ও সপা-র সঙ্গে যাবতীয় সম্পর্ক ছিন্ন করে সোমবার বিজেপিতে যোগ দিয়েছেন একঝাঁক নেতা। পাশাপাশি এদিনই বিজেপিতে যোগ দিয়েছেন উত্তর প্রদেশের প্রাক্তন ডিজিপি বিজয় কুমার, সস্ত্রীক তিনি বিজেপিতে যোগ দিয়েছেন।

সোমবার সকালে লখনউতে আয়োজিত এক সাংবাদিক বৈঠকে সস্ত্রীক বিজেপিতে যোগ দিয়েছেন উত্তর প্রদেশের প্রাক্তন ডিজিপি বিজয় কুমার। তাঁকে বিজেপিতে স্বাগত জানান উত্তর প্রদেশের উপ-মুখ্যমন্ত্রী ব্রজেশ পাঠক। এছাড়াও বেশ কয়েকজন কংগ্রেস ও সপা নেতা এদিনই বিজেপিতে যোগ দিয়েছেন। উত্তর প্রদেশের উপ-মুখ্যমন্ত্রী ব্রজেশ পাঠক বলেছেন, “অনেক রাজনৈতিক নেতা সোমবার বিজেপিতে যোগ দিয়েছেন। প্রাক্তন ডিজিপি বিজয় কুমারও আমাদের দলে যোগ দিয়েছেন। বিএসপি-র জাতীয় মুখপাত্র ধরমবীর জি-সহ অন্যরা দলে যোগ দিয়েছেন। আমরা উত্তর প্রদেশের ৮০টি আসনের সবকটিতে জয়ের জন্য কাজ করব।”

বিজেপিতে যোগ দেওয়ার পর উত্তর প্রদেশের প্রাক্তন ডিজিপি বিজয় কুমার বলেছেন, “প্রধানমন্ত্রী মোদী এবং মুখ্যমন্ত্রীর নেতৃত্বে রাজ্যের আইনশৃঙ্খলার উন্নতি হয়েছে। দলে যোগ দিয়ে দেশের জন্য আরও ভালোভাবে কাজ করতে পারব।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *