মোদী ১৪০ কোটি দেশবাসীর জন্য কাজ করতেই জন্মেছেন: প্রধানমন্ত্রী মোদী

পাটনা , ৭ এপ্রিল (হি.স.) : মোদী ১৪০ কোটি দেশবাসীর জন্য কাজ করতেই জন্মেছেন, মজা করতে নয়, এই মন্তব্য করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

লোকসভা নির্বাচনের প্রচারে রবিবার বিহারের নওয়াদার জনসভা করেন প্রধানমন্ত্রী। সেখান থেকেই একথা বলেন তিনি। এখানে জনসাধারণের উদ্দেশে প্রধানমন্ত্রী মোদী বলেন যে মোদী মজা করার জন্য জন্মগ্রহণ করেননি। মোদীর জন্ম হয়েছে কঠোর পরিশ্রম করার জন্য, এবং তাও ১৪০ কোটি দেশবাসীর জন্য। এখন পর্যন্ত অনেক কিছু কাজ করা হয়েছে। দেশ ও বিহারকে নিয়ে যেতে হবে উন্নত উচ্চতায়। প্রবীণ বিজেপি নেতা এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার নওয়াদার কুন্তি নগরে বিজেপি প্রার্থী বিবেক ঠাকুরের পক্ষে একটি জনসভায় ভাষণ দেন। এই সভা থেকে “আইএনডিআই” জোটকে কড়া নিশানা করেন প্রধানমন্ত্রী। “আইএনডিআই” জোট মানেই দুর্নীতিবাজদের ঠিকানা।