কেরলে ডাক্তারি পড়ুয়ার রহস্যমৃত্যু, তদন্তে সিবিআই

ওয়ানাড, ৭ এপ্রিল (হি. স.): কেরলে ডাক্তারি পড়ুয়ার রহস্যমৃত্যুর ঘটনার তদন্তভার গেল সিবিআইয়ের হাতে। ১৮ ফেব্রুয়ারি হস্টেলের ঘর থেকে ওই ডাক্তারি পড়ুয়ার দেহ উদ্ধার করা হয়। জে এস সিদ্ধার্থন কেরালা বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিল। পশু চিকিৎসা নিয়ে পড়াশোনা করছিল সে।

তাঁর বাড়ির লোক দাবি করে, তাঁকে খুন করা হয়েছে। এতদিন ধরে এই মামলার তদন্ত করছিল পুলিশ। তবে এবার তদন্তভার পেল সিবিআই। ইতিমধ্যেই ২০ জনের বিরুদ্ধে এফআইআর করেছে সিবিআই। ইতিমধ্যেই ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পড়ুয়ার বাবা দাবি করেন তাঁর ছেলের দেহে আঘাতের চিহ্ন রয়েছে।