হেমন্তর বিরুদ্ধে ফ্রিজ, টিভির রসিদকে “দুর্নীতি”র প্রমাণ হিসাবে দেখাল ইডি

নয়াদিল্লি, ৭ এপ্রিল (হি. স.): দুর্নীতি মামলায় আরও চাপে ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। ইডি চার্জশিটে প্রমাণ হিসাবে ফ্রিজ, স্মার্ট টিভির দুটি রসিদ দেখিয়েছে।

উল্লেখ্য, হেমন্তের বিরুদ্ধে প্রায় ৯ একরের জমি বেআইনিভাবে হস্তগত করার অভিযোগ রয়েছে। এর বাজারমূল্য ৩১ কোটি টাকা। এই মামলার চার্জশিটে আরও তিনজনের নাম রয়েছে। রাঁচির দুজন ডিলারের কাছ থেকে ফ্রিজ, টিভির রসিদ সংগ্রহ করা হয়েছে। সেগুলি চার্জশিটের সঙ্গে জমা দিয়েছে ইডি। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন হেমন্ত সোরেন। ৩১ জানুয়ারি জমি মামলায় গ্রেফতার করা হয় হেমন্ত সোরেনকে।