মেয়ের হাতে রক্তাক্ত পিতা, থানায় মামলা

নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ৭ এপ্রিল:  সামাজিক অবক্ষয়ের ঘটনা দিনের পর দিন বেড়ে চলেছে। এ ধরনেরই এক সামাজিক অবক্ষয়ের ঘটনা ঘটেছে কৈলাসহর থানা এলাকায়। ঘটনাটি কেন্দ্র করে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। দেবস্থল কলাছড়া ৪নং ওয়ার্ড এলাকায় মেয়ের হাতে রক্তাক্ত হয়েছেন পিতা। উক্ত বিষয় নিয়ে রবিবার দুপুরবেলা কৈলাসহর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

ঘটনার বিবরণে জানা যায় ওই এলাকার বাসিন্দা সুবলা উরাং রবিবার দুপুরবেলা উনার স্ত্রীর সাথে কোন এক বিষয় নিয়ে ঝগড়ায় লিপ্ত হন। ঘটনাটি প্রত্যক্ষ করে উনার মেয়ে পরমিলা উরাং। তখনই সে তার পিতা সুবল উরাংকে একটি কাঠের টুকরো দিয়ে মাথার মধ্যে আঘাত করতে থাকে। যার ফলে সুবলা উরাংয়ের মাথা ফেটে যায় এবং উনার মাথার মধ্যে গুরুতরভাবে আঘাত লাগে।

সুবলা উরাং প্রায় সময়ই আকন্ঠ মদ্যপান করেন বলে তিনি নিজেই জানান। পাশাপাশি উনার স্ত্রী এক যুবকের সাথে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িত বলেও তিনি অভিযোগ করেন। সুবলা উরাং রবিবার দুপুরবেলা কৈলাসহর থানায় উনার মেয়ে পরমিলা উরাংয়ের বিরুদ্ধে একটি লিখিত  অভিযোগ দায়ের করেছেন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।