মুম্বই, ৭ এপ্রিল (হি.স.) : নভি মুম্বইতে আসন্ন লোকসভা নির্বাচনের কারণে পুলিশ বেশ কয়েকটি এলাকায় অপরাধীদের সন্ধানে অভিযান শুরু করেছে। এই অভিযান চালিয়ে পুলিশ রবিবার ৩ বাংলাদেশি-সহ মোট ৫ জনকে গ্রেফতার করেছে। বাংলাদেশের এই ৩ নাগরিক অবৈধভাবে বসবাস করছিল বলে অভিযোগ।
পুলিশ জানিয়েছে, নভি মুম্বই পুলিশ কমিশনারেট এলাকার নেরাল এবং ঘানসোলিতে অভিযুক্ত এবং সন্দেহভাজন ব্যক্তিদের খুঁজে বের করার জন্য অনুসন্ধান অভিযান চালানো হয়। এই অভিযান চালিয়ে এদিন নেরুলের বালাজি হিল এলাকার একটি বস্তি থেকে ৯ হাজার টাকা মূল্যের ৮৭৪ গ্রাম গাঁজাসহ মঙ্গেশ প্রকাশ বোট্টে (৩২) কে গ্রেফতার করে পুলিশ। এরপর অবৈধভাবে বসবাসরত তিন বাংলাদেশি নাগরিককে আটক করে পুলিশ। তারা হল- জাফর সালাম কাজী (৩৫), হাওয়া বেগম জাফর কাজী (৩০), নাজমুল সালাম কাজী (২৫)। এই অনুসন্ধান অভিযানের সময়, পুলিশ বনি শঙ্কর সানলুখে (২৫) নামে এক অভিযুক্তকেও গ্রেফতার করেছে, যাকে দুই বছরের জন্য নির্বাসিত করা হয়েছিল। পুলিশ এই সমস্ত অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করছে।

