চাম্বা, ৫ এপ্রিল (হি. স.): শুক্রবার ভূমিকম্পে কেঁপে উঠল হিমাচল প্রদেশ। এদিন দুপুরে হিমাচল প্রদেশের চাম্বায় ৫.৩ মাত্রার কম্পন অনুভূত হয়। যার জেরে গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
চাম্বায় ভূমিকম্প হতেই সেই কম্পন অনুভূত হয় মানালিতেও। পাশাপাশি চণ্ডীগড় এর বেশ কিছু অংশ, পঞ্জাব, হরিয়ানাতেও ভূমিকম্প অনুভূত হয় বলে খবর। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত, এই কম্পনের জেরে ক্ষয়ক্ষতি হয়নি বলেই জানা যাচ্ছে। উল্লেখ্য, বৃহস্পতিবার রাতেই ভূমিকম্প অনুভূত হয়েছিল হিমাচল প্রদেশের চাম্বায়।