নয়াদিল্লি, ১ এপ্রিল (হি.স.): রাজধানী দিল্লির ওয়াজিরবাদে চিতাবাঘের হামলা! ৩ জনকে আহত করে উধাও হয়ে যায় চিতাটি, সেই চিতাকে পাকড়াও করতে প্রচেষ্টা চালাচ্ছে বন দফতর। পুলিশ জানিয়েছে, সোমবার সকালে ওয়াজিরবাদের জগৎপুর গ্রামে ৩ ব্যক্তির ওপর হামলা করে একটি চিতা।
দিল্লি পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, সকাল ৬.১৪ মিনিট নাগাদ পুলিশে ফোন করে জানানো হয়, চিতার হামলায় ৩ জন আহত হয়েছেন। জগৎপুর গ্রামের আদর্শ নগর গলি নম্বর ৩-এর কাছে ঢুকে পড়ে চিতা। আহতরা জগৎপুর গ্রামের বাসিন্দা বলে জানা গিয়েছে। বর্তমানে ঘটনাস্থলে ফরেস্ট টিম, ফায়ার ডিপার্টমেন্ট এবং স্থানীয় পুলিশ মোতায়েন রয়েছে। চিতাবাঘটিকে একটি ঘরে আটকে রাখা হয়েছে।