ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। সদর বি দল ফাইনালে উঠেছে। ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন আয়োজিত অনূর্ধ্ব ১৩ রাজ্য ক্রিকেটের সেমিফাইনালে সদর বি দল দুর্দান্তভাবে ৭১ রানের ব্যবধানে বিশালগড়কে পরাজিত করেছে। এই জয়ের সুবাদে সদর বি দল ফাইনালে খেলার ছাড়পত্র পেয়েছে। ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী ১ এপ্রিল, সোমবার রানীর বাজার ক্রিকেট মাঠে। নরসিংগড়ের পঞ্চায়েত মাঠে শনিবার অনুষ্ঠিত সেমিফাইনাল ম্যাচ শুরুতে টস জিতে সদর-বি দল প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। আউটফিল্ড ভিজে থাকার কারণে ম্যাচ শুরু হতে প্রায় তিন ঘন্টা অপেক্ষা করতে হয়। স্বাভাবিক কারণে ম্যাচে ওভার সংখ্যা কমিয়ে ২৯ করা হয়। প্রথমে ব্যাটিং এর সুযোগ পেয়ে সদর বি নির্ধারিত ২৯ ওভারে ছয় উইকেট হারিয়ে ১৪৭ রান সংগ্রহ করে। দলের পক্ষে ময়ূখ চৌধুরীর ৫৫ রান এবং অয়ন দেবনাথ এর একত্রিশ রান উল্লেখযোগ্য। ময়ুখ ৬৬ বল খেলে ন-টি বাউন্ডারি সহযোগী ৫৫ রান পায়। অয়নের ৩১ রান আসে ৩২ বল খেলে তিনটি বাউন্ডারির সৌজন্যে। বিশালগড়ের দ্বীপ শীল উনিশ রানে তিনটি উইকেট পেয়েছে। পাল্টা ব্যাট করতে নেমে বিশালগড়ের ব্যাটার্সরা অনেকটা ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে। ১৮.৩ ওভার খেলে ৭৬ রানে ইনিংস গুটিয়ে নিতে বাধ্য হয়। দলের পক্ষে আরিস মজুমদার সর্বাধিক ৪২ রান পেলেও অন্যদের ব্যর্থতায় শেষ রক্ষা সম্ভব হয়নি। সদর বি-র ময়ুখ চৌধুরী চার রানে এবং মনিশ ঘোষ ২৬ রানে দুটি করে উইকেট পেয়েছে। বিজয়ী দলের অলরাউন্ডার ময়ূখ চৌধুরী পেয়েছে প্লেয়ার অব দ্যা ম্যাচের খেতাব।