এ ক্যাটাগরির কমিউনিস্ট পশ্চিমবঙ্গে এবং কেরালায়, ত্রিপুরাতে তো বি ক্যাটাগরির কমিউনিস্ট ছিল : বিপ্লব

আগরতলা,৩০ মার্চ: এ ক্যাটাগরির কমিউনিস্ট ছিল পশ্চিমবঙ্গে এবং কেরালায়। ত্রিপুরাতে তো বি ক্যাটাগরির কমিউনিস্ট ছিল। কমিউনিস্টদের বুদ্ধির কারণেই তাদের বিনাশ হয়েছে। আজ মুক্তধারা হলে রাজ্যের বুদ্ধিজীবীদের নিয়ে মত বিনিময় সভায় সিপিএমকে তীক্ষ্ণ ভাষায় আক্রমণ করলেন পশ্চিম ত্রিপুরার লোকসভা আসনের প্রার্থী বিপ্লব কুমার দেব।

এদিন তিনি বলেন, বিজেপি সরকারের ৬ বছরের শাসনকালে ত্রিপুরার থেকে ৫ জন পদ্মশ্রী পেয়েছেন। কমিউনিস্টরা এতো বুদ্ধিজীবি ছিল টানা ২৫ বছরের রাজত্বে ৪ বারের মুখ্যমন্ত্রী মানিক সরকার কতটা পদ্মশ্ৰী পেয়েছিলেন।

তাঁর কটাক্ষ, বিগত দিনে কমিউনিস্ট না করলে সমাজে বুদ্ধিজীবীর স্থান পাওয়া যেত না। কিন্তু কমিউনিস্টরা কখনো জানতই না বুদ্ধিজীবী কাদের বলে। সমাজের বুদ্ধিজীবীদের কিভাবে সন্মান করতে হয়।

তাঁর দাবি, নরেন্দ্র মোদীর আসার পর কিভাবে বুদ্ধিজীবীদের কিভাবে সন্মান করতে হয় তা দেখিয়ে দিয়েছেন। এখন পদ্মশ্রী পাওয়ার জন্য ত্রিপুরার কেউকে ফর্ম ফিলাপ করতে হয় না। ত্রিপুরা থেকে অনেক জনজাতি সম্প্রাদয়ের লোকদের পদ্মশ্রী দেওয়া হয়েছে। টানা ২৫ বছরের আমলে থাঙ্গা ডার্লংকে পদ্মশ্রী দেওয়ার জন্য বের করতে পারে নি সিপিএম। বিজেপি সরকারকে থাঙ্গা ডার্লংকে খুঁজে বের করতে হয়েছে।

এদিন তিনি বলেন, কমিউনিস্টদের রাজত্বে ক্যাডারদের সরকারি চাকরি দেওয়া হত। কমিউনিস্টদের বুদ্ধির কারণেই তাদের বিনাশ হয়েছে।