সিরিয়ায় ‌ইজরায়েলের বিমান হানায় মৃত ৩৬, আহত বহু

সিরিয়া, ২৯ মার্চ (হি. স.) : ইজরায়েলের বিমান হানায় সিরিয়ায় মৃত অন্তত ৩৬ জন সিরিয়ার সেনা। শুক্রবার সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এর তরফে জানা গেছে, আলেপ্পো প্রদেশে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার অধীনে থাকা একটি রকেট ডিপোর কাছে এই হামলা চালানো হয়। এই বিমান হামলায় আহতের সংখ্যাও বহু। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

উল্লেখ্য, এর আগে সিরিয়ায় একটি বিমান হামলায় ১৩ জন মারা গিয়েছিলেন। মৃতদের মধ্যে ইরানপন্থী অন্তত ৯ জন সহ এক জন কমান্ডার ছিলেন। প্রসঙ্গত, গত কয়েক বছর ধরেই সিরিয়ায় হামলা চালাচ্ছে ইজরায়েল। কিন্তু এই হামলার দায় কখনই তারা স্বীকার করে না বলে দাবি।