ভোটের মুখে পানীয় জল ও রাস্তা সংস্কারের দাবিতে পথ অবরোধ

নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ২৭ মার্চ: পানীয় জল এবং রাস্তাঘাট সংস্কারের দাবিতে বুধবার পথ অবরোধ করলেন শ্রীনাথপুর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দারা। বাবুরবাজার ও হীরাছড়ার মূল সড়ক অবরোধ করার ফলে ব্যাপক সংখ্যক যানবাহন অবরোধস্থলের দুপাশে আটকে পড়ে। তাতে জনদুর্ভোগ চরম আকার ধারণ করে।

শ্রীনাথপুর ২ নং ওয়ার্ড এলাকার বাসিন্দারা একত্রিত হয়ে বুধবার দুপুর বেলা কৈলাসহর শ্রীনাথপুর এলাকায় বাবুরবাজার ও হীরাছড়ার মূল সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে।

স্থানীয়দের অভিযোগ ,ওই এলাকায় পানীয় জলের বিরাট সংকট দেখা দিয়েছে। অটল জলধরার যোজনা থেকেও ওরা বঞ্চিত। পাশাপাশি ওই এলাকার রাস্তার ও বেহাল অবস্থা। রাস্তা সংস্কারের কোনো উদ্যোগ গ্রহণ করছে না স্থানীয় গ্রাম পঞ্চায়েত। পঞ্চায়েতকে দফায় দফায় লিখিত ও মৌখিকভাবে স্থানীয়রা জানানোর পরও কাজের কাজ কিছুই হয়নি। তাই এলাকাবাসীরা একত্রিত হয়ে শ্রীনাথপুর এলাকায় বাবুরবাজার ও হীরাছড়ার মূল সড়ক অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করে। এই পথ অবরোধ করার ফলে রাস্তার দুপাশে আটকে পড়ে বহু যানবাহন থেকে শুরু করে পথচারীরা যার ফলে যানজটের সৃষ্টি হয়। দীর্ঘ সময় পথ অবরোধ চলার পর ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় ইরানি থানার বিশাল পুলিশ ও টিএসআর বাহিনী।

উনারা অবরোধকারীদের সাথে দীর্ঘ সময় আলাপ-আলোচনা করেন। পাশাপাশি উক্ত বিষয়টি উনারা দেখবেন বলে অবরোধকারীদের আশ্বাস দেন।অবশেষে ইরানি থানার পুলিশের আশ্বাসে আশ্বস্ত হয়ে পথ অবরোধ মুক্ত করে নেয় অবরোধকারীরা।

স্থানীয়দের আরো অভিযোগ যে পঞ্চায়েত সচিব নানু মিয়া ও গ্রাম পঞ্চায়েতের অন্যান্য পঞ্চায়েত সদস্যরা ইচ্ছাকৃতভাবে সেই এলাকার রাস্তাটির সংস্কার করার কোন উদ্যোগ নিচ্ছে না। পাশাপাশি পঞ্চায়েত সচিব রাস্তায় ইট সোলিং করার জন্য ইট এনে রেখেছিলেন ওই এলাকায়। কিন্তু সেই ইটগুলিও রহস্যজনকভাবে তিনি তুলে নিয়ে যান বলে স্থানীয়রা অভিযোগ করেন।