BRAKING NEWS

কঙ্গনাকে ‘কুরুচিকর’ মন্তব্য, সুপ্রিয়া শ্রীনাতেকে শোকজ নির্বাচন কমিশনের

নয়াদিল্লি, ২৭ মার্চ (হি. স.): ভোটের ময়দানে নামতেই কঙ্গনা রানাওয়াতকে নজিরবিহীন কটাক্ষ করেন কংগ্রেসের সুপ্রিয়া শ্রীনাতে। সুপ্রিয়ার ‘কুরুচিকর’ পোস্ট ভাইরাল হতেই রাজনৈতিক মহলে শোরগোল পড়ে যায়। নির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগ ওঠে সুপ্রিয়া শ্রীনাতের বিরুদ্ধে। এবার সেই ঘটনায় কংগ্রেস নেত্রী সুপ্রিয়া শ্রীনাতেকে শোকজ করল নির্বাচন কমিশন৷

কমিশনের তরফে সুপ্রিয়া শ্রীনাতেকে শোকজ নোটিস পাঠিয়ে বলা হয়েছে, “এমন মন্তব্য নারীদের সম্মান, মর্যাদার প্রতি আপত্তিকর, ভীষণ অপমানজনক এবং অবমাননাকর।” আগামী ২৯ মার্চ বিকেল ৫টার মধ্যে সুপ্রিয়া শ্রীনাতের থেকে উত্তর চেয়ে পাঠিয়েছে নির্বাচন কমিশন। কমিশনের তরফে আরও জানানো হয়েছে যে, নির্ধারিত সময়ের মধ্যে আপনার পক্ষ থেকে কোনও উত্তর না পাওয়া গেলে, এই বিষয়ে আপনার বলার কিছু নেই বলেই ধরে নেওয়া হবে৷ তখন নির্বাচন কমিশন আপনাকে আর কিছু না জানিয়েই ব্যবস্থা গ্রহণ করবে৷

উল্লেখ্য, কঙ্গনা রানাওয়াতকে বিজেপি এবার হিমাচল প্রদেশের মান্ডি আসন থেকে প্রার্থী করেছে৷ গত রবিবার সন্ধ্যায় তাঁর নাম ঘোষণা করা হয়৷ এরপর সুপ্রিয়া শ্রীনাতের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় কঙ্গনা সম্পর্কে একটি অবমাননাকর পোস্ট করা হয়৷ সেই পোস্ট নিয়ে বিতর্ক তৈরি হতেই তিনি পোস্টটি সরিয়ে দেন৷ একইসঙ্গে তিনি দাবি করেন যে অন্য কেউ ওই পোস্টটি করেছেন৷ এই ঘটনার প্রেক্ষিতে তাঁর বিরুদ্ধে বিজেপি নির্বাচন কমিশনে অভিযোগ করে৷ বুধবার সুপ্রিয়া শ্রীনাতেকে শোকজ করা হয় নির্বাচন কমিশনের তরফে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *