দেহরাদূন, ২৪ মার্চ (হি.স.): দেহরাদূনের বাসভবনে রঙের উৎসবে সামিল হলেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। রবিবার সকালে দেহরাদূনে নিজস্ব সরকারি বাসভবনে হোলি উদযাপন করেন মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি, মুখ্যমন্ত্রীর বাসভবনে হোলি উদযাপন করতে আসা মানুষজনের সঙ্গে নাচতেও দেখা যায় মুখ্যমন্ত্রীকে। অনেককে রঙে রাঙিয়ে দেন মুখ্যমন্ত্রী।
উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি বলেছেন, “হোলি হল রঙের উৎসব। আমি আশা করি সবার জীবন হোলির রঙের মতো আনন্দে ভরে উঠবে। হোলির উৎসবে আমি সবাইকে শুভেচ্ছা জানাই।”
2024-03-24

