মন্ত্রীর হাত ধরে মোহনপুরে যোগদান কর্মসূচি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ মার্চ: লোকসভা নির্বাচনের প্রাক্কালে বিরোধী শিবিরে ভাঙ্গন অব্যাহত রয়েছে। মোহনপুর বিধানসভা এলাকাতেও বিরোধী হিসেবে শাসক দলের পতাকা তলে শামিল হওয়ার প্রবণতা ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। লোকসভা নির্বাচনকে সামনে রেখে মোহনপুর বিধানসভা এলাকার কৃষ্ণনগরে এক যোগদান সভা অনুষ্ঠিত হয়।

এই যোগদান সভাতে ৬৯ জন ভোটার সিপিআই(এম) দল ছেড়ে বিজেপিতে যোগদান করেন। এইদিন মোহনপুরে বিধায়ক তথা মন্ত্রী রতন লাল নাথ নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে বরণ করে নেন। কলকলিয়া গ্রাম পঞ্চায়েত এলাকার অন্তর্গত কৃষ্ণনগরে এক যোগদান সভা অনুষ্ঠিত হয়।

এই যোগদান সভাতে এলাকার প্রাক্তন পঞ্চায়েত প্রধান কল্পনা সরকার, প্রাক্তন পঞ্চায়েত সমিতির সদস্য গৌরাঙ্গ দাসের নেতৃত্বে ৬৯ জন ভোটার সিপিআই(এম) দল থেকে বিজেপিতে যোগদান করেছেন। এদিন নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে দলে স্বাগত জানিয়েছেন মন্ত্রী রতন লাল নাথ।

এদিন শ্রী নাথ বলেন নরেন্দ্র মোদি দেশের সমস্ত অংশে মানুষের জন্য কাজ করছেন।
দলমত এর ঊর্ধে উঠে তিনি দেশের জন্য একাগ্র রচিত্তে কাজ করছেন বলে মন্তব্য করলেন মন্ত্রী। এছাড়াও ২০১৮ সালে নতুন সরকার প্রতিষ্ঠিত হওয়ার ঘর, বিদ্যুৎ, পানীয় জল, কৃষি থেকে শুরু করে বিভিন্ন সরকারি প্রকল্পের যে সুবিধা মানুষ পেয়েছে সে সমস্ত বিষয় নিয়েও বিস্তারিত আলোচনা করেছেন মন্ত্রী রতন লাল নাথ। বিজেপির নেতৃত্বাধীন সরকারের উন্নয়নমূলক কর্মসূচি গুলি বাস্তবায়নে আরো ব্যাপক সংখ্যায় বিরোধী শিবির ছেড়ে শাসনকালের পতাকা তলের সামিল হওয়ার আহবান জানানো হয়েছে।