ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। আন্ত: মেট্রিক্স দাবা প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হলো সঙ্গীত দাস (১৫৯৬) এবং প্রবজ্যোত ভট্টাচার্য। রবিবার দোল পূর্ণিমা উপলক্ষ্যে কৃষ্ণনগর মেট্রিক্স চেস আকাদেমিতে অনুষ্ঠিত হয় একদিনের আসর। তাতে আকাদেমির আগরতলা, উদয়পুর শাখার ৪০ জন দাবাড়ু অংশ নিয়েছিলেন। ৫ রাউন্ডের আসর হয় দু-বিভাগে। বিকেল পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা বডি বিল্ডার্স এবং ফিটনেস অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ গোবিন্দ সাহা, রাজ্যের বিশিষ্ট চিকিৎসক দেবদুলাল দাস, মেট্রিক্স চেস আকাদেমির পেট্রণ প্রবোধ রঞ্জন দত্ত এবং কোচ কিরীটী দত্ত। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ত্রিপুরা বডি বিল্ডার্স এবং ফিটনেস অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ গোবিন্দ সাহা বলেন, “ত্রিপুরার দাবার প্রসারে মেট্রিক্স চেস আকাদেমির ভূমিকা অনস্বীকার্য। বিশ্বাস করি ওই আকাদেমি আগামীদিনেও এভাবে কাজ করে যাবে। এবং নতুন নতুন প্রতিভা তুলে ধরবে”। আগামীদিনেও মেট্রিক্সের পাশে থাকার প্রতিশ্রুতি দেন তিনি। পাশাপাশি যে সকল দাবাড়ু এদিন পুরস্কার পায়নি তাদের ভেঙ্গে না পড়ে আগামীদিনের জন্য তৈরী হওয়ার আহ্বান জানান তিনি। ত্রিপুরা বডি বিল্ডার্স এবং ফিটনেস অ্যাসোসিয়েশনের সভাপতি তনয় দাস ব্যাক্তিগত কাজের জন্য পুরস্কার বিতরণী অনুষ্টানে উপস্থিত থাকতে না পারলেও বিজয়ী দাবাড়ুদের অভিনন্দন জানিয়েছেন। আসরে অনূর্ধ্ব-৭ বিভাগে ৫ রাউন্ডে পুরো ৫ পয়েন্ট পেয়ে অপরাজিত চ্যাম্পিয়ন প্রবজ্যোত ভট্টাচার্য। ৪ পয়েন্ট পেয়ে ভোকলসে দ্বিতীয় এবং তৃতীয় হয়েছে উদয়পুর শাখার রুদরাজ দাস, আগরতলা শাখার অয়নজিৎ নাগ,৩ পয়েন্ট পেয়ে চতুর্থ এবং পঞ্চম স্থান দখল করে তেজশ্বিনী পোদ্দার এবং আদ্বিত মজুমদার। উন্মুক্ত বিভাগে ৫ রাউন্ডে ৪ পয়েন্ট পেয়ে শীর্ষে ছিলেন ৪ জন । পরে ভোকলসে প্রথম ৪ টি স্থান দখল করে যথাক্রমে সঙ্গীত দাস (১৫৯৬), অন্তরীপ আচারিয়া (১৪৫৩), রুদ্রনীল দেবনাথ (১৪১৯) এবং রুদ্র মজুমদার। ৩ পয়েন্ট পেয়ে পঞ্চম স্থান দখল করেন উদয়পুর শাখার সুদীপ্ত রায়। বিজয়ীদের পুরস্কার দেওয়ার পাশাপাশি আসরে অংশ নেওয়া সকল দাবাড়ুদের মেডেল দেওয়া হয়। আসর সুষ্ঠভাবে সম্পন্ন হওয়ায় সকলকে ধন্যবাদ জানিয়েছেন কোচ কিরীটী দত্ত।
2024-03-24