নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ মার্চ: বার অ্যাসোসিয়েশনের নির্বাচনে জয়ী হল সংবিধান বাঁচাও মঞ্চ। ত্রিপুরা বার অ্যাসোসিয়েশনের সভাপতি পদে জয়ী হয়েছেন মৃণাল কান্তি বিশ্বাস। সহ সভাপতি পদে জয়ী হয়েছেন সুব্রত দেবনাথ। সেক্রেটারি পদে জয়ী হয়েছেন কৌশিক ইন্দু এবং এসিস্ট্যান্ট সেক্রেটারি পদে জয়ী হয়েছেন অমর দেববর্মা এবং উৎপল দেববর্মা। এছাড়াও দুটি প্যানেল থেকেই মোট ১০ জনকে এক্সিকিউটিভ কমিটিতে নিযুক্ত করা হয়েছে।
রিটার্নিং অফিসার বরিষ্ঠ আইনজীবী সন্দীপ দত্ত চৌধুরী জানিয়েছেন, এক্সিকিউটিভ কমিটির চারজন সদস্য সমপরিমাণ ভোট পাওয়ায় তাদেরকে একটি ইউনিটের মাধ্যমে এই কমিটিতে রাখা হয়েছে। তারা হলেন, অর্ঘ্য কুসুম পাল, অনির্বাণ লোধ, অর্পণ দাস, বৈশাখী চক্রবর্তী, দেবজিত বিশ্বাস, দিপ্তনু দেবনাথ, মনিশা মজুমদার, নিলাদ্রি মুখার্জি, পুলক সাহা, সৈকত রহমান, সৌরভ পণ্ডিত ও তরুন দে সরকার।
তিনি আরো জানান, এবারের বার অ্যাসোসিয়েশনের নির্বাচনে মোট ভোটার ছিল ৫০০ জন। তারমধ্যে ৪৬৩ ভোটার এদিন নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। এছাড়াও এবছরই প্রথম বারের মত বার অ্যাসোসিয়েশনের নির্বাচনে রিমোর্ট ভোটিং এর ব্যবস্থা ছিল। এই পরিষেবার মাধ্যমে বরিষ্ঠ আইনজীবি সমীর রঞ্জন বর্মন ও সম্পা দাস বাড়িতে বসেই তাদের ভোট প্রদান করেছেন।
উল্লেখ্য রবিবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত সম্পন্ন হয়েছে এই ভোটগ্রহন প্রক্রিয়া। তারপরে শুরু হয় এই গননার কাজ। ব্যালট পেপারের মাধ্যমে সম্পন্ন হয়েছে ভোট প্রক্রিয়া। এক প্রকার শান্তিপূর্ন পরিবেশেই বার অ্যাসোসিয়েশনের নির্বাচন সম্পন্ন হয়েছে এদিন।