হোলি উৎসব উপলক্ষে ছত্তিশগড়ের রাজ্যপালের শুভেচ্ছাবার্তা

রায়পুর, ২৩ মার্চ (হি.স.) : হোলি উৎসব উপলক্ষ্যে ছত্তিশগড়ের রাজ্যপাল বিশ্বভূষণ হরিচন্দন রাজ্যের জনগণকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। রাজ্যপাল শুভেচ্ছাবার্তায় লিখেছেন, রঙের উৎসব হোলি একটি সাংস্কৃতিক ও পারম্পরিক উৎসব। হোলি উৎসব পারস্পরিক ভালবাসা, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের উৎসব। এই উৎসব মন্দের থেকে ভালোকে জয় করে নেওয়ার প্রতীক। হোলি উৎসব উপলক্ষ্যে রাজ্যপাল ছত্তিশগড় রাজ্যের মানুষের জীবনে সুখ ও সমৃদ্ধিও কামনা করেছেন।