নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ মার্চ : ২ দিন ধরে বন্ধ জিবি হাসপাতালের আয়ুস্মান পরিষেবা। ঘটনায় ক্ষোভ সাধারণ জনগণের মধ্যে। পরিষেবা গ্রহণ করতে আসা সাধারণ নাগরিকরা ২ দিন ধরে সকাল থেকে হাসপাতালে এসেও তাদের পরিষেবা পাননি। ফলে ঊর্ধ্বতন আধিকারিকরা যেন সমস্যা সমাধানে ব্যবস্থা গ্রহণ করেন তার দাবী জানিয়েছেন সাধারণ নাগরিকরা।
এদিকে হাসপাতালের আয়ুস্মান বিভাগের দায়িত্বে থাকা কর্মীদের দাবী , ২ দিন ধরে নেটওয়ার্ক নেই। যার কারণে তারা পরিষেবা প্রদান করতে পারছেন না। এই বিষয়ে পরিষেবা গ্রহণ করতে আসা সাধারণ নাগরিকেরা বলেন, তারা নিজেদের দৈনন্দিন কাজ ফেলে প্রতিদিন পরিষেবা গ্রহণ করতে আসছেন। কিন্তু নেটওয়ার্ক নেই বলে তাদের ঘুরে যেতে হচ্ছে। ফলে তারা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে। অবিলম্বে হাসপাতালের এই পরিষেবা স্বাভাবিক করতে ব্যবস্থা গ্রহণ করুক হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা, দাবী জানিয়েছেন তারা।